২৬ নভে, ২০২০

পাকাপাকি



আম পাকে বৈশাখে
কুল পাকে ফাগুনে।
কাঁচা ইঁট পাকা হয়
পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রং
পাকা কই তাহারে। 
ফলার টি পাকা হয়
লুচি দই আহারে।
                                          রাঁধুনি বসিয়া পাকে
পাক দেয় হাঁড়িতে।
সজোরে পাকালে চোখ
ছেলে কাঁদে বাড়িতে।
পাকায় পাকায় দড়ি
টান হয়ে  থাকে সে।
সজোরে পাকালে গোঁফ
তবু নাহি পাকে সে।

-- সুকুমার রায় --

৪ নভে, ২০২০

কিনবে নাকি? : সুখলতা রাও



 দিগনগরের বুড়ি এল

তিনটি মেয়ে মুঠোয় ধরে,

একটি সেঁকে, একটি বাড়ে,

একটি ভালো রান্না করে,

মিহি সুতো কাটতে পারে

ঘরের কাজও করতে পারে,

ও গিন্নিমা, কিনবে নাকি -

একটি মেয়ে আদর করে? 


('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)

আনন্দমেলা : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

 


আনন্দমেলা

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার


নীল আকাশে সুয্যিমামা

ঝলক দিয়েছে।

সবুজ মাঠে নতুন পাতা

গজিয়ে উঠেছে।

পালিয়েছিল সোনার টিয়ে

ফিরে এসেছে।

ক্ষীর নদীটির পারে খোকন

হাসতে লেগেছে। 

('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)

১৫ আগ, ২০১৭

তুতলি পাখি

তুতলি পাখি তুতলি পাখি

দেখতে বড় খাসা

কাঠদোলনা ঝোপের ভেতর

তুতলি পাখির বাসা।


কাঠদোলনা কাঠদোলনা

দুলছ কেন না?

দেখো যেন তুতলি আমার

উঠে পড়ে না।


তুতলি বুড়ি রূপের ঝুড়ি

আয় মা আমার কোলে

কান ভরে তোর গান শুনি মা

দেখি দুচোখ মেলে।


---গৌরী ধর্মপাল---
('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

বাবা আর মা






বাবাও নাকি ছোট ছিলেন

মা ছিলেন এক রত্তি

ঠাম্মা-দিদু বলে এ সব

মিথ্যে নয় সত্যি!

বাবা ছিলেন আমার সমান

টুয়ার সমান মা

বাবা চড়তেন কাঠের ঘোড়ায়

মা দিতেন হামা।

---সুনীল গঙ্গোপাধ্যায়---

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

ফুটফুটে জোছনায়


ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়

বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম।

চাও কেন পিটিপিটি, উঠে পড় লক্ষ্মীটি!

চাঁদ চায় মিটিমিটি, বনভূমি নিঝ্ঝুম।

ফাল্গুনে বনে বনে, পরীরা যে ফুল বোনে

চলে এসো ভাইবোনে, চোখ কেন ঘুমঘুম?

--মোহিতলাল মজুমদার--

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

২৭ মে, ২০১৭

চড়ুই


Image result for sparrow playing in sand clipart

ধুলোর মধ্যে স্নান সেরে নেয় 
ছোট্ট চড়ুই পাখি ,
সারাটা দিন কিচির মিচির ,
শুধুই ডাকাডাকি।
ঘুলঘুলিতে বাসা ওদের ,
সূর্য যখন ডোবে ,
তখন গিয়ে  সেইখানে ও 
মায়ের পাশে শোবে। 

-নীরেন্দ্রনাথ  চক্রবর্তী 

ছড়া

Image result for little girl and little bird clipart
পাখি তুই চলে আয় 
পিপঁড়ের গর্তে 
পাখি বলে,  যেতে পারি 
শুধু এক শর্তে;
রোজ যদি দিতে পারো 
সন্দেশ , দই,
তার সাথে একখানা 
গল্পের বই।  

- প্রীতিভূষণ চাকী 

আমি যদি হতুম

আমি যদি বাবা হতুম,
বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া 
মারতাম মাথায় টোকা।
রোজ যদি হতো রবিবার 
কি মজাটাই হত  যে আমার।
থাকতো নাকো  নামতা লেখা-জোকা। 
থাকতো নাকো  যুক্তাক্ষর,  অংকে ধরতো পোকা।

- কাজী নজরুল ইসলাম 

খোকার প্রশ্ন

Image result for curious boy clipart
আচ্ছা মাগো, বলো দেখি 
রাত্রি কেন কালো ?
সুয্যিমামা কোথা থেকে 
পেলেন এমন আলো ?
ফুলগুলো সব নানান রঙের 
কেমন করে হয় ?
পাতাগুলো সবুজ কেন 
ফুলের মতো নয় ?

-বিভাবতী সেন